শর্তাবলী
এই ওয়েবসাইট ব্যবহার করার পূর্বে শর্তাবলী সম্পর্কে ভালো ভাবে জেনে নিন।
khojobd - এ বিজ্ঞাপন দেয়ার জন্য বিষয়বস্তু, লেখা, ছবি, গ্রাফিক্স এবং ভিডিও আপলোড করার সময় প্রযোজ্য সকল আইনকানুন মেনে চলার দায়িত্ব বিজ্ঞাপনদাতা এবং ব্যবহারকারীর। বিজ্ঞাপনে প্রদত্ত তথ্য বেআইনি হলে এবং এতে অসত্য তথ্য থাকলে khojobd দায়বদ্ধ নয়।
বিজ্ঞাপনদাতা এবং ব্যবহারকারীগণ নিশ্চয়তা প্রদান করেন যে, বিজ্ঞাপনের বিষয়বস্তু কোনো স্বত্বাধিকার, মেধা সম্পত্তির অধিকার এবং কোনো ব্যক্তি বা সত্তার অন্য কোনো অধিকার লঙ্ঘন করে না। বিজ্ঞাপনদাতা এবং ব্যবহারকারীগণ এই মর্মে আরো সম্মতি প্রদান করেন যে, এই সার্ভিস গ্রহণের কারনে উদ্ভূত সকল বাধ্যবাধকতা, দায়- দায়িত্ব এবং দাবি থেকে khojobd সম্পূর্ণভাবে মুক্ত।
স্বত্বাধিকার
বর্তমানে পরিচিত বা ভবিষ্যতে আবিষ্কার হতে পারে এমন কোনোভাবে, মাধ্যমে বা প্রযুক্তিতে এসকল বিষয়বস্তু ব্যবহার করা, নকল করা, পরিবর্তন সাধন করা, খাপ খাওয়ানো, প্রকাশ করা, অনুবাদ করা, ব্যুৎপত্তিমূলক কাজ তৈরি করা এবং সেগুলো অন্তর্ভুক্ত ও বিতরণ করার ক্ষেত্রে বিজ্ঞাপনদাতাগণ khojobd কে চিরস্থায়ীভাবে, শুল্কমুক্ত, অপরিবর্তনীয়, একচেটিয়া নয় এমন অধিকার এবং লাইসেন্স অনুমোদন করেন।
khojobd ওয়েব সাইটের যেকোনো ধরনের মেধাস্বত্ব অধিকার যেমন স্বত্বাধিকার, ট্রেডমার্ক, সার্ভিস মার্ক, ব্যবসায়িক নাম এবং পৃথককারী অন্যান্য ব্রান্ড khojobd এর সম্পত্তি। উল্লেখ্য যে, khojobd-এর লিখিত অনুমতি ছাড়া এই সাইটের কোন বিষয় নকল, পুনঃব্যবহার, পুনরায় প্রকাশ, ইন্সটল, পোস্ট, স্থানান্তর, সংরক্ষণ কিংবা আদান-প্রদান করা যাবে না।
khojobd- এর ছবি বিজ্ঞাপনদাতার অনুমতি ছাড়া অন্যকোন উদ্দ্যেশে ছবিগুলোর ব্যবহার থেকে বিরত রাখে।
নিরাপত্তা এবং ছবি
সম্পাদকীয় উদ্দেশ্যে khojobd এর বিষয়বস্তুর শিরোনাম পরিবর্তন করার অধিকার সংরক্ষণ করে। khojobd এর অপ্রাসঙ্গিক বা khojobd-এর নিয়ম লঙ্ঘন করে এইরূপ ছবি বা চিত্র প্রকাশ না করার অধিকার সংরক্ষণ করে।
গোপনীয়তা
khojobd এর ব্যবহারকারী এবং বিজ্ঞাপনদাতার কাছ থেকে তথ্য সংগ্রহ করবে। এটি khojobd ব্যবহার করার একটি শর্ত যে, প্রত্যেক ব্যবহারকারী এবং বিজ্ঞাপনদাতা, khojobd কে তথ্য সংগ্রহ এবং ব্যবহারের অনুমতি প্রদান ও অনুমোদন করে। khojobd সংগৃহীত তথ্য এর অ্যাফিলিয়েট কোম্পানী এবং অন্য যেকোনো ব্যক্তির সাথে khojobd পরিচালনার, তাতে সহায়তা করার এবং ব্যবস্থাপনা করার উদ্দেশ্যে, এবং khojobd-এর উন্নয়নের, যেমন গবেষণা, বিপণন, পণ্য উন্নয়ন ও পরিকল্পনা, কাজে ব্যবহার করতে পারে।
ব্যক্তিগত
khojobd এর ব্যবহারকারী এবং বিজ্ঞাপনদাতার কাছ থেকে তথ্য সংগ্রহ করবে। এটি khojobd ব্যবহার করার একটি শর্ত যে, প্রত্যেক ব্যবহারকারী এবং বিজ্ঞাপনদাতা, khojobd কে তথ্য সংগ্রহ এবং ব্যবহারের অনুমতি প্রদান ও অনুমোদন করে। khojobd সংগৃহীত তথ্য এর অ্যাফিলিয়েট কোম্পানী এবং অন্য যেকোনো ব্যক্তির সাথে khojobd পরিচালনার, তাতে সহায়তা করার এবং ব্যবস্থাপনা করার উদ্দেশ্যে, এবং khojobd-এর উন্নয়নের, যেমন গবেষণা, বিপণন, পণ্য উন্নয়ন ও পরিকল্পনা, কাজে ব্যবহার করতে পারে।
কুকিজ
এই সাইট “কুকি” ব্যবহার করা হতে পারে। এর মানে হল যে, এই সাইটের সমস্ত বৈশিষ্ট্য ভালোভাবে কাজ করার জন্য আপনার কম্পিউটারে কুকি সক্রিয় থাকতে হবে। কুকি হলো একটি ছোট ডাটা ফাইল যা আপনার হার্ড ড্রাইভে সক্রিয় থাকে যখন আপনি কোন ওয়েব সাইট ব্যবহার করেন। কুকি ফাইলগুলো কিছু নির্দিষ্ট তথ্য সংরক্ষণ করে থাকে, যেমন ব্যবহারকারীর আইডি হিসেবে একটি অনির্দিষ্ট সংখ্যা যা ওয়েবসাইট কর্তৃক কোন পরিদর্শকের জন্য নির্ধারণ করা হয় যাতে ঐ পাতার তথ্য সম্পর্কে জানা যায়। একটি কুকি আপনার হার্ড ডিস্কের বাইরের তথ্য পড়তে বা অন্যান্য সাইটের তৈরি করা কুকি ফাইল পড়তে পারে না। কোনো ব্যবহারকারীর পরিচয় খুঁজে বের করতে কুকিজ নিজে ব্যবহৃত হতে পারে না।
ব্যবহারকারীদের ইমেল ঠিকানা বা ফোন নম্বর
বিজ্ঞাপন পোস্ট করার জন্যে ব্যবহারকারীদের একটি কার্যকর ইমেইল ঠিকানা বা ফোন নম্বর জমা দিতে হয়।
সাইটের প্রাপ্যতা
khojobd ওয়েবসাইটে একটানা বা নিরাপদ প্রবেশের নিশ্চয়তা প্রদান করে না। ওয়েবসাইটটি প্রদান করা হয় "যেমন আছে" এবং যেমন ও যখন লভ্য সে হিসেবে।
তৃতীয় পক্ষের ওয়েবসাইটের লিংক
khojobd - এ অন্য ওয়েবসাইট (‘তৃতীয় পক্ষের ওয়েবসাইট)-এর লিংক বা রেফারেন্স উল্লেখ থাকতে পারে। তৃতীয় পক্ষের ওয়েবসাইটের কোনো বিষয়বস্তুর জন্য khojobd দায়ী থাকবে না। তৃতীয় পক্ষের ওয়েবসাইটের উপর তদন্ত করা বা নজর রাখা হয় না। যেই মুহূর্তে ব্যবহারকারী khojobd ছেড়ে তৃতীয় পক্ষের সাইটে প্রবেশ করেন সেই মুহূর্ত থেকে ব্যবহারকারী তাঁর নিজ ঝুঁকিতে সেখানে অবস্থান করেন।
পরিশোধিত বিষয়বস্তু
khojobd-এর কিছু কিছু বিষয়বস্তু ও পরিষেবার জন্য পেমেন্ট প্রয়োজন হয়, যার মধ্যে রয়েছে (তবে শুধুমাত্র এগুলোর মধ্যেই সীমাবদ্ধ নয়) মেম্বারশিপ প্যাকেজ, নির্বাচিত শ্রেণিতে বিজ্ঞাপন পোস্ট করা ইত্যাদি।
দায়মুক্তি
khojobd কোন ভাবেই দায়ী থাকবে না, যদি khojobd বা এর কোনো বিষয় বস্তুতে বা তথ্যে কোনো অনাকাঙ্খিত ত্রুটি, (ক) শুধু মাত্র কারিগরি ত্রুটি ছাড়াও অন্যান্য ত্রুটি যেমন ভুল বানান, ত্রুটিপূর্ন উপস্থাপন, ভুল রঙ ইত্যাদি, (খ) khojobd এর কোন লিংকের মাধ্যমে প্রাপ্ত তৃতীয় পক্ষের কোনো তথ্য, ছবি, বিষয়বস্তু, (গ) khojobd এর সাময়িক অপ্রাপ্যতা বা অনুপস্থিতি, (ঘ) আপনার মাধ্যমে ব্যবহৃত khojobd এর অথবা আপনার কোনো তথ্য, ছবি, বিষয়বস্তু, (ঙ) khojobd ব্যবহারের মাধ্যমে প্রাপ্ত যেকোনো ধরনের সরঞ্জাম, সেবা (অথবা সফটওয়্যার) ইত্যাদি।
ক্ষতিপূরণ
বিজ্ঞাপনদাতা এবং ব্যবহারকারীগণ এই শর্তাদির কোনও শর্ত লঙ্ঘনের ফলে (অবহেলা বা ভুল কাজ সহ) অ্যাটর্নির ফি-সহ উদ্ভূত সবধরনের ক্ষয়ক্ষতি, ব্যয় থেকে khojobd এবং এর কর্মকর্তা, পরিচালক, কর্মচারী এবং এজেন্টদেরকে ক্ষতিপূরণ করতে সম্মত হন।
সংশোধন
khojobd এই শর্তাবলী পরিবর্তন করার অধিকার সংরক্ষণ করে। এই জাতীয় পরিবর্তন কার্যকরী হতে পারে khojobd-এ প্রকাশিত হওয়ার পর থেকেই। এই জাতীয় পরিবর্তন পর্যালোচনা করার জন্য আপনি দায়বদ্ধ। khojobd-এ আপনার ক্রমাগত প্রবেশ অথবা এর ব্যবহারের ফলাফল হিসেবে পরিবর্তিত শর্তাবলীতে আপনার সম্মতি রয়েছে বলে গণ্য হবে।
প্রচলিত আইন
kojobd বাংলাদেশের আইন ও বিধি মোতাবেক পরিচালিত হয়।